সর্বশেষ আপডেট: 23 মার্চ 2022:
আপনি যদি কোন বিষয়ে লিখতে পছন্দ করেন তাহলে, ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম-এর টপিক তালিকা থেকে আপনার পছন্দের বিষয়টি সম্পর্কে আর্টিকেল লিখে ঘরে বসে আয় করতে পারবেন। তবে হ্যাঁ ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম-এ লিখে আয় করতে চাইলে, আপনাকে অবশ্যই ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম এর নীতিমালা ভালো করে পড়ে নিতে হবে।
কিভাবে ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম-এ এর মেম্বার হব?
আপনি যদি ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম-এ যুক্ত হয়ে আর্টিকেল লিখে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই নিম্নোক্ত বিষয় গুলো আপনার থাকতে হবে। যদি আপনার নিম্নোক্ত জিনিসগুলো থাকে তাহলে আপনি ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম-এর এর একজন মেম্বার হতে পারবেন।
- আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোন থাকতে হবে।
- ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম-এ এ কি কি বিষয়ে লিখতে পারবেন?
ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , বীমা /ইন্সুরেন্স, আইন, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা , অনলাইন ক্লাস, সাইন্স ও সাকসেস স্টোরি।
উল্লেখিত টপিক ছাড়া কোন ক্যাটাগরিতে লিখলে লেখা প্রকাশ করা হবে না। আর প্রকাশ হলেও সেটার জন্য পে করা হবে না।
কিভাবে আয় করবেন?
ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম-এর একজন রেজিস্টার মেম্বার তিন ভাবে ইনকাম করতে পারবে। যেমন,
শেষ আপডেট: এখন থেকে এই ওয়েবসাইটে যে কেউ রেজিস্ট্রেশন করলেই 5 টাকা তাৎক্ষণিক বোনাস পাবে। এটা যখন তখন বন্ধ হতে পারে। তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো।
বিশেষ দ্রষ্টব্য: একাউন্ট করলে 10 টাকা বোনাস ছিল কিন্তু কিছু অসাধু ব্যক্তি একাধিক একাউন্ট করে টাকা তুলার কারণে 5 টাকা করে দেওয়া হয়েছে
১। আর্টিকেল লিখে আয়: প্রথমে ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম-এ রেজিস্টার করে একজন মেম্বার হতে হবে। অতঃপর লগইন করে আর্টিকেল লিখতে হবে। এবং আপনার আর্টিকেলটি এডমিন কর্তৃক রিভিউ করে প্রকাশ করা হলে প্রকাশিত আর্টিকেল এর জন্য সাথে সাথে 10 টাকা থেকে 200 টাকা পর্যন্ত ইনকাম হবে।
২। পে পার ভিউ: আপনার লেখা আর্টিকেল যত ভিউ হবে আপনার তত ইনকাম হবে।
আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্তঃ
- আর্টিকেল 100% ইউনিক হতে হবে। কোন ধরনের কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না।
- আর্টিকেল কমপক্ষে 600 ওয়ার্ড এর হতে হবে।
- একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
- বাংলা ভাষায় লিখতে হবে।
- আপনার আর্টিকেল ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে আপনার প্রকাশিত আর্টিকেল এর লিংক প্রকাশ করতে পারবেন।
3। রেফার করে আয়: একজন মেম্বার যখন রেজিস্টার করবে তার ড্যাশবোর্ডে অটোমেটিক একটি রেফারেল লিংক তৈরী হয়ে যাবে। এবং সেই লিঙ্ক থেকে যত মেম্বার আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে, রেজিষ্ট্রিকৃত মেম্বার এর ইনকামের 20% আপনার একাউন্টে জমা হয়ে যাবে।
নোটঃ রেফারকৃত মেম্বার এর একাউন্ট থেকে কোন টাকা কর্তন করা হবে না। এটি সরাসরি ওয়েবসাইট কর্তৃপক্ষ প্রোভাইড করে থাকে।
কত টাকা আয় করা যাবে?
ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম থেকে আনলিমিডেট আয় করা যাবে। এখানে আয়ের লিমিট নিয়ে কোন ধরাবাধা নিয়ম নেই । যে যত কাজ করবে ততই আয় করতে পারবে।
এখান থেকে তিন ভাবে আয় করা যায়ঃ
আর্টিকেল রাইটিংঃ প্রতি আর্টিকেল এর জন্য 10 টাকা থেকে 200 টাকা পর্যন্ত সাথে সাথে বোনাস দেওয়া হবে। (তবে কোন প্রোমোশনাল লিংক, রেফার লিংক, ব্যাকলিংক, প্রোডাক্ট প্রোমোশন বা 600 ওয়ার্ড এর থেকে কম লেখার ক্ষেত্রে এই বোনাস প্রযোয্য নয়)
পে পার ভিউঃ আপনার লেখা আর্টিকেল প্রতি 1000 ইউনিক ভিউয়ে 500 টাকা পাবেন। আপনার লেখা সকল আর্টিকেল মিলে যদি দিনে 1000 ভিউ হয় তাহলে আপনি পাবেন 500 টাকা।
নোটঃ এখানে শুধামাত্র ইউনিক ভিউ কাউন্ট হবে। একই ইউজার যদি একই পোষ্ট 24 ঘন্টায় 3 বার দেখে তাহলে 1 বার কাউন্ট হবে।
আপনি যত ইচ্ছা আপনার লেখা পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে শেয়ার করতে পারবেন। এবং যত বেশি ভিউ হবে আপনার তত বেশি আয় হবে।
রেফারঃ আপনার রেফারেল লিংক থেকে যারা রেজিষ্ট্রেশন করেছে তারা যত আয় করবে আপনি তাদের আয়ের 20% পাবেন।
অর্থাৎ আপনার যদি 20 জন রেফারেল মেম্বার থাকে এবং সেই 20 জনে যদি 2000 টাকা আয় করে, তাহলে আপনার আয় হবে 2000 X 20% = 400 টাকা।
নোটঃ আপনি যত ইচ্ছা তত রেফার করতে পারবেন।
যে কারনে আপনার লেখা প্রকাশ হয় না:
- অন্য কোন সাইট থেকে লেখা কপি করে সাবমিট করলে সেটা প্রকাশ করা হবে না।
- অন্য কোন ভাষা থেকে কোন সফটওয়্যার বা টুলস ব্যবহার করে ট্রান্সলেট করে প্রকাশ করলে সেটা প্রকাশ করা হবে না।
- কোন লেখা রিরাইট করে প্রকাশ করলে প্রকাশ করা হবে না। অন্য কোন লেখা সকল স্ট্রাকচার ঠিক রেখে মাঝে মাঝে শব্দ বা বাক্য এডিট করে ইউনিক করলেও লেখা প্রকাশ করা হবে না। লেখার সম্পূর্ণ স্ট্রাকচার, গ্রাফিক, এবং ফরমেট ইউনিক হতে হবে।
- আর্টিকেল এর ব্যবহার করা ইমেজগুলো কপিরাইট ফ্রি হতে হবে. এবং আর্টিকেলের টপিক এর সাথে মিলে এমন ইমেজ ব্যবহার করতে হবে
ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম থেকে কিভাবে টাকা উত্তোলন করা যায়ঃ
Withdrawal Method | Minimum Withdrawal Amount |
---|---|
![]() |
৳২০.০০ |
![]() |
৳১০০.০০ |
![]() |
৳৫০০.০০ |
![]() |
৳১০০.০০ |
![]() |
৳১,০০০.০০ |
![]() |
৳১,০০০.০০ |
![]() |
৳৪,৩০০.০০ |
পে আউট রেটঃ
- প্রতি আর্টিকেল প্রকাশ 10 টাকা থেকে 200 টাকা পর্যন্ত।
- প্রতি 1000 ভিউ = 500 টাকা
- রেফারেল মেম্বার এর 20%